তাল গাছেতে বাবুই পাখি
বুনছে দেখ বাসা,
সবাই মিলে একই সাথে
থাকার ভারী আশা।


আম গাছেতে কোকিল পাখি
ডাকছে শুধু কুহু,
শীতের সময় বুড়ো বুড়ি
করতে থাকে হুহু।


সজনে গাছে শুঁয়া পোকা
ধূসর করে গুঁড়ি,
বিলের থেকে কলমি লতা
ছিঁড়তে থাকে শুঁড়ি।


পাড়ার ছেলে দল বেঁধে
নদীর চরে খেলে,
শুকুর জেলে জাল নিয়ে
এক মনেতে ফেলে।


রাখাল ছেলে গরু ছেড়ে
করতে থাকে গান,
তেলের শিশি নিয়ে খুকি
করতে যায় স্নান।