দয়াময়ী মহিলা
             সুকান্ত চক্রবর্তী


আমার দুঃখ দেখে
দয়া হয় কি তোমার?
দয়াময়ী মহিলা।
তাই কি আমার কাছে
আসতে চাও?
থাক,দাঁড়াও ওখানেই,
মুখ ফেরাও, করুণাময়ী।
মরতে দাও আমাকে একা,
কিন্তু তোমার ওই দয়ার লীলা,
তা থেকে বাঁচাও আমাকে,
ফিরে যাও,হে দেবী ফিরে যাও
যেখানে তোমার উৎস,
কে চায় তোমার ভালোবাসা?
নিয়ে যাও,ফিরিয়ে নিয়ে যাও।
কেঁদোনা,ঐ তোমার চোখের
ছলছল করুন দৃস্টি,
অনেক মেরেছে আমাকে।
কাঁদতে কাঁদতে
তুমি এসেছিলে,কেন এলে?
অতো কান্নার দাম,
আমার মধ্যে নেই।
সত্যি করে বলি,
আর কেঁদোনা,
যাও ফিরে ফিরে তাকিও না,
আমিও অনেক কেঁদেছি,
বুক ভেঙে গেছে তোমার,
করুনার সুকান্ত র।
আমার মধ্যে শান্তি পাবে না,
এত জানতেই।
যাক ভালোই হলো
এ খেলা যে ভাঙলো।
এবার তো দেখলে?
আমার চরম নগ্নতা,
কি হিংস্র আমি,নির্লজ্জ নিষ্ঠুর
নির্লজ্জের মতো চেয়েছিলাম,
সমস্ত পৃথিবীর মধ্যে
একমাত্র তুমি।
আর কেউ নয়,কিছু নয়,
শুধু তুমি,তুমি।
তোমাকে ভালোবেসে,
নির্বোধের মতো চেয়েছি,
সমস্ত পৃথিবী থেকে
বিচ্ছিন্ন করে তুমি আমার।
আমার ভালবাসা এতে আছে,
উন্মত্ততা আছে সর্বনাশ,
একই তোমার সইবে?
আমার চুম্বনের ধরে ,
তুমি কি ছিঁড়ে যাবে না?
ভয় নেই,আমিও ছিঁড়ে গেছি
তোমার বাসনার ধরে।
তুমি কি তোমার দয়া দিয়ে
আমাকে বাঁচাতে পারবে?
অনেক দেখেছি তোমার দয়া,
মিথ্যা ভালোবাসার লীলা
      আর নয়।
        
                             সমাপ্ত।