আমি, এই আমি
আল আমিন চৌধুরী স্বপন


আমি, এই আমিকেই এখন জেগে উঠার প্রয়োজন
সবার আগে এই আমি, ধাও ধাও করে জ্বলে উঠুক
পিছনে শত্রু সামনে অগ্নি পরিক্ষা, সব উপেক্ষা করে
এগিয়ে আসুক এই আমি। বুক ফুলিয়ে দুরন্ত বেগে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে এগিয়ে আসুক-
অস্থির সময়ের এই আমি।


আমি, এই আমিকে যেন কেউ ঠেকাতে না পারে,
কেউ যেন রুখেও দিতে না পারে, সিংহের মত  
লম্ফ দিয়ে মিথ্যার টুটি চেপে ধরুক এই আমি।  

আমি এই আমি-
হাঁতুরী দিয়ে আঘাত করুক পাপের আপাদমস্তক।


বুকের পাঁজর থেকে আমার আমিত্ব উদ্‌গিরণ হয়ে
আগুনের ভলকার মত জ্বলসে উঠুক আমার আমি,
জ্বালিয়ে-পুরিয়ে ছার-খার করে দিক অন্যায়-অত্যাচার
ব্যবিচারের অযাচিত বদাভ্যাস।


আমি, এই আমি, বুক ফুলিয়ে দাঁড়িয়ে যাক সম্মূখে
রুখে দাঁড়াক, ভয়-ডর, প্রতিরোধ উপেক্ষা করে  
কপটাঘাত করুক দুর্বিসহ দুঃশাসনের বুকে।


এই আমি, অন্য কেউ নয়, ধারলো তরোবারীর কোপে
খান খান করে দেই স্বর্থপরের জেদ্‌, ইচ্ছের দাম্ভিকতা,
ক্ষমতার অপব্যবহার, নির্লজ্জ লালসার সর্বনাশের হাত-
গুড়িয়ে দিয়ে একদিন সহস্র অব্দ অন্ধকার ঠেলে-
পবিত্র হাতে নিয়ে আসবো আলোর মশাল।  


‘আমি’ ফিরে আসার আগে প্রাশ্চিত্য কর,অহংবোধ ত্যাগ  
করে মাটির দিকে তাঁকায়, নীজ পাপের জন্য তওবা কর,
ওজু-গোসল করে প্রস্তুত হও, চারিদিকের ওৎ পেতে আছে-
গুম-শুম হাহাকার, সহসা আসবে তোমার মৃত্যুর পয়গাম,
প্রতিদিন রক্ত ঝরে, প্রতিদিন নিরবতা কাঁদে, হঠাৎ একদিন-
খবর আসবে তুমি আর নেই, পত্রিকার পাতায়
দেখব তোমার জানাজা।