অন্তরে বাহিরে
আল আমিন চৌধুরী স্বপন


আমি উর্বশী এই পৃথিবী
নতুন দিনের গতি,
আঁকাশ পাতাল মর্ত
মিশে নিস্বর্গ এই পৃথিবী।


মেঘ থেকে বৃষ্টি হয়ে পরি
এই জমিনে।


আমি মৃত্তিকা মায়ার বাঁধন,
ভালবাসার প্রতিদানে-
জীবনকে করি মোহময়।


এই সুন্দর পৃথিবী
আমি স্বযত্নে করি চাষাবাদ,
এসো জলমগ্নে সৃজন করি ফসলের মাঠ।


হে সূর্য, তুমি বাহিরে যেমন
আলোকিত কর, ভিতেরও তেমন-
আলো দান কর।