বড়দিনে ম্যাথিউস'র ভাবনা  


হ্যালো...........! মারিয়া!
শুভ বড়দিন। এই শুনো-  
সবার আগে তোমাকে জানালাম বড়দিনের শুভেচ্ছা।
আজ খুঁশি মনে দেখা হবে দু'জনার।    


আজ কিন্তু রাগা-রাগি করা চলবে না। আজ প্রথম দেখাতেই
তোমার মুখে হাসি দেখতে চাই। তুমি ঠিক টাইম মত আসবে তো-
সকাল দশটায় সাহাবাগের মোড়ে! দেখা হবে নতুন সাঁজে। সকালে উঠে-  
মনে করে গোসলটা সেরে নিও, চুলে শ্যাম্পু করে, কপালে লাল টিপ দিয়ে,
ঠোটে লিপিস্টিক লাগিয়ে, আর আমার দেওয়া ডাইমন্ডের আংটিটা
পড়ে আসতে ভুলনা না কিন্তু ! আজ এই শুভদিনে কত যে ভালবেসেছি
তোমাকে, তুমি তা জানতে পারবে। একটি লাল গোলাপের ছোঁয়া দিয়ে
আমি আজ তোমাকে প্রপোজ করবো, " Would you marry me ?"
স্বাত-সকালে শান্তাক্রুজ এসেছিল, দোয়া দিয়ে গেছে।

শীতের সকাল, ঘুম থেকে উঠাই কষ্ট, সারা রাত বন্ধুদের সাথে ছিলাম,
তারপরও বড় দিনের বড় বলে কথা, সব দুঃখ-কষ্ট ভুলে
প্রথমে মারিয়ার সাথে দেখা করা। গীর্জার ঘন্টা বাঁজলে আজ এক-
নতুন অনুভূতি নিয়ে প্রার্থনা করবো, যা করবো মারিয়াকে সাথে নিয়েই করবো।
হাটুভাঁজ করে, হাতদুটি এক সাথ্‌ করে একান্তে বসে, ঠিক প্রার্থনার আসনে বলবো-



হে ঈশ্বর, ক্ষমা করো, সকল মানুষেরে শান্তি দাও, অশান্তি দূর করো,
প্রেম-ভালবাসা দিয়ে অন্তর বিকশিত করো, সহজ-সরল পথ দেখাও,
কুচিন্তা কুপ্রবৃদ্ধি থেকে আমাদের মুক্ত করো।


হে ঈশ্বর, তুমি একক, মহা শক্তিরধর, দয়াময় করুনাময় সর্বেসর্বা,
তুমি শান্তি দাও, সুখ দাও, করুনা করো, মুক্তির পথ দেখাও।


(একটি স্মৃতি চারন)
আল আমিন চৌধুরী স্বপন
২৫ ডিসেম্বর "বড়দিন" ২০১৭