বফর গলে স্মৃতি
আল আমিন চৌধুরী স্বপন


তোমার মাঝে আছি আমি, কিন্তু কেউ আমাকে চেনে না।
তুমি বলেছো, আমাকে ভালবাস না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরেছি,
তোমার ঐ না'র মধ্যেই আমি বরফের মত সচ্ছ এক শীতল অনুভূতি।
কারন, আমি নেই, আবার আছি।


বরফ গলে যে নদী, আমি তো বয়ে আসা সেই স্মৃতি।
ধাক্কাটা লেগেছে টাইটানিক জাহাজের আইসবার্গে,
কিন্তু প্রেমের ছোঁয়াটা লেগেছে স্মৃতির বরফ গলে।
তাই, তাদের প্রেমের সলিল সমাধী হলো শীতল জলে।


জিয়ন্তে মরা মরে বেঁচে থেকে, খুব কষ্ট হয় স্মৃতি নিয়ে বয়ে চলা।
কাছে আসা নিষেধ, তবুও তুমি প্রতিটি মুহূর্তে আমার কাছেই আছো নিভৃতে।


বয়সটাও খুব কাছা-কাছি চলছে, তুমি আগে যাবে না আমি আগে যাবো,
এটা বলা যায় না।


তবে বরফ গলে যে ভালবাসা, এত কাল পরে কাছে এলো,
তার মোহনায় আমি ঢেউ তুলে যাব প্রতিনিয়ত।


একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্তনা পেয়েছি, তুমি বুঝতে পেরেছ,
তোমার মধ্যে আমি একটু হলেও আছি।