বৃষ্টি ভেঁজা দিনে
আল আমিন চৌধুরী স্বপন


তোমার বুকে প্রশান্তি খুঁজি  
শ্রবনের বৃষ্টি ভেঁজা দিনে,
মাতাল মেঘের গর্জনে
বৃষ্টির ছোঁয়া পেয়ে
রজঃশালা হয় পৃথিবী  
শস্য সবুজ আবরণে,
কাছে থেকে দূরে-
দূর থেকেও কাছে টানে।


অন্তরে বহে ঝড়ো হাওয়া  
বুকের জানালা খুলে দেখি
আমার আমিতে আছে
প্রকৃতির সবুজ ছোঁয়া।  


মনের জার্নালে দেখি  
সবুজ অরণ্য কাঁদে
না কি আমি কাঁদি !
বাহিরে মশুল ধারা বৃষ্টি-
ভিতরে কবি-মন উদাসীন ।


এই বৃষ্টি ভেঁজা অলস দিনে  
দেখি ঝুম বৃষ্টির সাত কণ্যার বিয়ে,    
পাতালে মাতাল নদীর অথৈ জলে,  
পোষ মানে-না মন শিল্পের উচ্ছাসে।


বৃষ্টি যেন মিষ্টি মেয়ে  
মেঘর সাথে ভাব করে  
মর্তে এসে বৃষ্টি নামে-  
রিম্ঝিম্‌ রিম্ঝিম্‌ নুপুর বাঁজে,  
হৃদয়  আমার নেঁচে উঠে-  
“সৃষ্টি সুখের উল্লাসে”।


বৃষ্টি শিতল মোহ মায়ায়  
দেখি তোমার ভিঁগা শরির
কাম-কামিনীর অথৈ জলে  
ডুবেও, কেন তৃষ্ণায় মরি।