ছেঁড়া পাতার জবান বন্ধি
(প্রিয় আওয়াল স্যারের সৌজন্যে)


আল আমিন চৌধুরী স্বপন
ছেঁড়া পাতার জবান বন্ধি ছিন্ন করে ভালবাসা উড়ে যায়, যাক যেদিকে ইচ্ছা যাক, হাওয়ার বেগে যায় উড়ে হয় তো ঐ আকাশের দিকে। শুধু একটি দীর্ঘশ্বাস রেখে গেলো অগণিত
প্রানে।


আকাশের বিশালতা উঁকি দেয় স্বর্গ থেকে মর্তে। ভালবাসার মহামায়ায় পৃথিবী ছেড়ে কেউ না যেতে চায়!


আমাকে থামিয়ে দেয় পিছুটান স্বপ্ন পূরণের আশায়, স্বপ্নটা পূরণ না হতেই উড়াল দিলাম
ঐ মহাকাশের দিকে।


আমি শূণ্যতার দিকে তাকিয়ে দেখবো তোমাদের উড়ন্ত বেগ, যেতে যেতে যা আমার
অন্তর ছুঁয়ে ছুঁয়ে যাবে।


ছেঁড়া পাতার স্মৃতিগুলি দু'চোখের অশ্রু ফেলে ভিঁজিয়ে দিবে স্মরণ কালের এ পথ।


স্বযতনে রেখে গেলাম স্বপ্নটাকে, নবীনদের আগমনে আকাশ ফুঁড়ে উঠবে ঢেউ, আমি
থাকবো না, থাকবে অক্ষরের নিঃশব্দ প্রবাহ।


নিঃস্ব দিনের ভাবনায় উড়ছে কবিতার রক্তাত্ব অবয়ব, মনে রেখো এই কথা, এই পতাকা,
রক্ত আঁচরে আঁকা।


চোখের ভাষাতে মনের ভাষাই দান করে গেলাম, চক ডাস্টারের ব্যস্ততাও রেখে গেলাম,
দেখে নিও তোমাদের এগিয়ে চলার পথে আক্ষেপের ধুলা উড়াবে।
ঠিক তখনই চোখ মেলে দেখবে উষার আলো, সুন্দর একটি স্নিগ্ধ সকালে বাঁতিঘরে
রোলকল করছে আওয়াল স্যার।


আমি থাকবো না, থাকবে কবিতা, কবিতার স্নিগ্ধতা যখন বৃষ্টি ফোটার মত ঝরে পরবে
তখন মৃত্তিকার বুক ফেটে সবুজ অরণ্য মাথা উঁচু করে দেখবে আলোর শিহরণ।


ঠিক তখনই নিজের মধ্যে ফিরে পাবে শেকড়ের সন্ধান। আমি সাধ্য মত দিয়ে গেলাম,
তোমরা তা মনে রেখো।