দরদ ঝরে পরে
আল আমিন চৌধুরী স্বপন


আমি কি এমনটি চেয়েছিলাম? দেখালে এক হাত আর-
আঘাত দিয়ে গেলে দুই হাত!ভাবিনি এমনটি হবে।


এ জীবন পরিক্রমায় যতবার কাছে আসতে চেয়েছি,
ততবার হারিয়েছি, আক্ষেপের যাতনায় স্তব্ধ হয়ে
বহুকাল কাটিয়েছি নিঃশব্দ একাকী।


না পাওয়ার বেদনা আর কষ্টের অনুতাপ আমাকে করেছে নির্যাতন,
আমি পেয়ে হারিয়েছি, আমি এখন হিতে-বিপরিদ ভয় আসংকা।
যত সামান্য পেয়েই আমি হয়েছি আত্মভোলা,
শূন্য+শূন্য যোগফল হয়েছে শূন্যতা।


আমার দোষে আমি দোষি, তবুও দুঃস্বপ্নের ঘোর কাটেনি।
পুরা মন পুরে, আমি পুরি নিজের আগুনে,
যেখান থেকে হারিয়েছি, আমি খুঁজি তাকে সেখানে।
শুধু তার উষ্ণতায় বুকের দরদ ঝরে পরে।


১২/০৩/২০১৯