দূরে নয় নিঃশপব্দে


আল আমিন চৌধুরী স্বপন


আমি চেয়ে দেখি ঐ বিশাল আকাশ
তুমি জরিয়ে আছো মৃত্তিকা মায়ায়,
চল না দ্রুব হই আকাশের ঠিকানায়।
তুমি চলে এসো মেঘের ভেলায়-  
উড়ে মেঘ যে গুধুলি সন্ধায়-  
আকাশ নেমে আসে মাটির নীলিমায়।


স্বপ্ন ছিল নদীর মোহনায়, পায়ে পায়ে-
তুমি আসবে নদীর বালু চড়ায়,  
পায়ের চিহ্নটা মুছে যায়-
মৃদু স্রোত এসে চুমু খায়, আমি তখন-
তোমার উপস্থিতি টের পাই।


ট্রেন যায় ট্রেন আসে, হুইসেল শুনে
আমি স্টেশনে দাঁড়িয়ে থাকি একাকী,
আকাশের চেয়ে মন বড়, মনখোলা অনুভূতুটা
চেয়ে আছে তোমার আসার অপেক্ষায়,
এই আমি সেই তুমি, বেঁচে আছে শুধু  
তোমার উপলব্ধিটা।


পেছনের মোহ মায়া আমাকে ডাকে অনুভবে
দীগন্ত পেরিয়ে আমি পথ হাটি অন্তহীন পথে,
নিকষ অন্ধকারে তুমি আলো দাও ঐ অসীম থেকে
দূরে নয় নিঃশব্দে তুমি আছো আমার কাছে।
    
© ঐ ১০/০৪/২০১৯