এ ভাবেই চলতে থাকবে!
আল আমিন চৌধুরী স্বপন


তুমি ভুলে গেছ, কিন্তু আমি ভুলিনি তুমি বদলে গেছ, কিন্তু আমি বদলাইনি।
আমার গতিপথ স্রোতহীন নদীর মত কিন্তু এখনও ফুরিয়ে যায়নি, আছে তল জোঁয়ারের অনু প্রবাহ।
যখন জোঁয়ার এসে তোমার শরির ভিঁজিয়ে দিবে, তখন তুমি বুঝবে, তোমার মধ্যে আমার-আমিকে খুঁজে পেয়েছি শীতল হাওয়ায়।


নিজেকে খুঁজে পাওয়ার নাম কি ভালবাসা! আমি সেখানেই থামবো।আমি থামলেই, থেমে যায় আমার ভালবাসার প্রনোদনা, তাই ভরা মৌসুমে এসো, জমিনের জোঁ বুঝে, খিড়ের জলে
স্বযতনে করিব চাষাবাদ!


বিশ্বাস করো, প্রতিটি নিঃশ্বাসে খুঁজি তোমারে, আমার বুকের ভিতর জ্বলে উঠে নিউরন, কাল উত্তরণে জমে থাকা গন্দমের ইচ্ছা মিটেনি । স্থির বিন্দু থেকে জলের কোন্দল, অন্তলোকের ভিতর থেকে আমি শুনতে পাই জীবনের
হৈ চৈ।


আমাকে গ্রাস করে ফেলে মহামায়া
বসন্তের ঘুম ভেংগে ডাকে অন্তরিন পাখি, আমি আপাদমস্তক তোমাকে দিলাম, বীজ বপনের
ছন্দ নিয়ে এবার তুমি তোমার কোল-ভারী করে নাও।
সুন্দরের রহস্য ভেদ করে একবার যদি মহাযোগ উদয় হয়, গতি ফিরে পাবো গৃহয়ানে।
স্নেহের বৃষ্টি ঝরে ভিঁজিয়ে দিবে ভালবাসার আর্শিনগর।


ভুলিনি আমি, এসেছি আবার যেতে হবে শিগ্রহই। আমার ওয়ারিশান রেখে যাবে তাদের
ওয়ারিশ, এ ভাবেই চলতে থাকবে আসা-যাওয়া।