একাল আর সেকাল


আল আমিন চৌধুরী স্বপন


নোঁকশি কাঁথার গল্প আর লক্ষিণদরের কিচ্ছা কাহিনী
শুনতাম নানীর কাছে। কাহিনীটা আজব লাগে-  
সাপে কাটা মানুষ, তাও আবার বেঁচে গেলো সাতদিন পরে।    
হায় রে লক্ষিণদর, মরার পর আসবি ফিরে মনের বিষে খাইলো মোরে।
এখন দেখি বাঁচা-মরার লড়াই চলছে।    


রহিম-রুব্বান তাজেল'র যাত্রাপালা, দেখে দেখে রাত কেটে যায়,  
শেষ অংকের প্রথম দৃশ্যে দেখি, গানে গানে কয়"শুনো তাজেল গো...
মন না জেনে প্রেমে মইজো না"
নানী কইলো, এ কেমন কথা, মন জেনে কি ভালবাসা হয় ?
ভাল লাগা থেকে ভালবাসা হয়। মন দেওয়া তো পরের কথা।
সব পাবি, মন পাবি না !  


নাগীনের প্রেম মুনুষ্যের সাথে, ইচ্ছাধারী নাগীন প্রেমের
টানে মর্তে আসে। তান্ত্রীক আসে মণির আশায়, বীন বাঁজিয়ে
নাগীন ধরে। প্রেম বড় না, মণি বড় ! বাঁজিয়ে বীন
মণি কেড়ে নেয়। চলছে এখন বিষাক্ত সময়।


একাল আর সেকাল ! চলছে কাম-কামিনীর ক্রান্তিকাল
পুনম রাতের নবম তিথি অস্তাচলে, নাগিনীর ভাঙ্গবে বিষদাঁত
তান্ত্রীকের মন্ত্রবলে। নানী কয়, সময় বেশী নাই,
শিগ্র যাবি খাঁচার ভিতরে।


© ঐ,৩০/০৪/২০১৯