হায়রে পোষা পাখি
আল আমিন চৌধুরী স্বপন


দিনের শেষে আশায় থাকি, পাখি কখন যেন ফিরে আসে,
কিন্তু, পাখি আর আসে না।
আবার পরের দিন আশায় বুক বেধে ভাবি-
আমার পাখি আমার কাছেই আসবে।
কত সুন্দর করে খাঁচা বানালাম-
ঠিক মাঝ খানে সোনার কাঠি দিয়ে আশা বেধেছিলাম।
শেষ পর্যন্ত ধোকা দিলো পাখি!পোষা পাখি পোষ মানলো না,
হাত ছাড়া হয়ে গেলো। হারাধন এখন পাখি হারা একাকী।


বিবেকানন্দ কয়, কি আর করবি, ওতুই বিধাতার হাতে ছাইড়া দে।
যা হবার তাই তো হবে!


দিন যায় শেষ বেলায়, কি জানি কি হয়! পাখির জন্য পরান পুরে,
দুই হাত তুলে মন কান্দে। কইতে পারি না সইতেও পারি না।
বোধহীন পাখি, যার কাছে যায়, তার কথাই কয়,
এ সব তো বুঝিনি  আগে!


শেষমেশ বিশ্বাস বলে, ধর্য্য ধর, তোর পাখি তোর কাছেই আসবে।
সেই আশাই পথ চেয়ে রইলাম।