হে দূরন্ত সহিস  
আল আমিন চৌধুরী স্বপন
মনের মধ্যে সমূদ্র ঢেউ। নি:সংগ সময়, এই প্রবিনেরে ডাকে টগবগে নবীন, বলে এসো-  দেখি সাতার কাটি, ডুব সাতারে মানিক খুঁজি। এসো দেখি, ঝাপ দিয়ে দেই গহীন কুমে,  
এপার থেকে ওপার যাবো স্বপ্নটাকে সাথে নিয়ে। আমানিশার অন্ধকারে দূর প্রবাহে বাতি জ্বলে। চলো যাই চলে যাই আলোর পথে। এই কে-আছো ? যাত্রীরা সব জেগে উঠো,
মিলে-মিশে চলতে থাকো।


সামনে যত বিপদ আছে ! ভয় নেই, গর্জে উঠো, রাডার চোখ খুলে রাখো। সাধ্যমত এগিয়ে চলো। মনের মধ্যে  দূরন্ত সহিস, পথ চলাতে পথ দেখাবে।
কোথায় আছে বীর পুরুষ ? খুঁজো তাকে ! মাথা নত করে নয়! চেয়ে দেখো দাঁড়িয়ে আছে দুঃসাহসী মন মগজে। অপেক্ষার পালা শেষ, এবার শুভ সকাল ডাক দিয়েছে!


হে দুরন্ত সহিস, অপ্রতিরুদ্ধ বীর পূরুষ ! মানুষ তোমার অপেক্ষায়, রুখে দাও সব প্রতিবন্ধকতা, দমিয়ে দাও দাম্ভিকতার রুক্ষ মেজাজ। আগুন নিয়ে খেলে যারা, পুরে ভষ্ম হয়ে যাক তাদের দূরাশা।