ইচ্ছেটা
আল আমিন চৌধুরী স্বপন


আমার ইচ্ছেটা শিয়রে উঠে, স্বদিচ্ছার শিকড় বেয়ে আমার আমি উঠতে চায়, চল মন উড়ে যাই ডানা ঝাপটা দিয়ে। ঐ আকাশ ছুঁয়ে ইচ্ছেগুলি আলোর পথে নেমে আসে মাটির কাছে।


স্বপ্নটা ইচ্ছের কাছে হার মানতে চায় না। পৃথিবী এখন অনেক ফাস্ট। মুঠো ফোনে দুনিয়া এখন হাতের মুঠোয়। সবাই এত কাছে তারপরও কি যেন হারায়,  দূরে দূরে যায় বয়স, কাছে আসে নবীন। আমি কি আমারে খুঁজি, না ইচ্ছেটা পুরণ করি। অপেক্ষা আমাকে কষ্ট দেয়, ইচ্ছার ভারী বোঝা মাথার টেনশন বাড়িয়ে দেয়।


রকেটের চেয়ে মন আরও দ্রুত চলে। মনের ইচ্ছায়ই রকেট হয়েছে। উড়োজাহাজের আগেই মন স্বদেশে যায় চলে, এই জাহাজও এসেছে মানুষের ইচ্ছে থেকে। এতকিছু মানুষের নখোদর্পনে, তারপরও টিকে না এ জীবন। মৃত্যুকে কে ঠেকাতে পারে, সে তো আসবেই ইচ্ছার বিরুদ্ধে।