যে আগুনে পুরে
আল আমিন চৌধুরী স্বপন


কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে যে আগুনে, মন তার কষ্ট পুড়িয়ে মারে।
অগ্নিপথে ধামাইল করে দেখবে, ধাও-ধাও করে জ্বলে উঠছে তাবদ যন্ত্রনা।                                                  
আর না হয় তরবারি হাতে  নাও, তোমার তরবারি দিয়ে তুমি কারে জবাই করবে,
এখানে তোমার ইচ্ছাটাই প্রধান।
তুমি প্রতিশোধ নিবে নাকি ক্ষমা করে দিবে! প্রশ্ন করো নীজেকে!  
উত্তরটা নীজের মধ্যেই আছে। মনে রেখো, ক্ষমার দরজা অনেক বড়।  
বিবেক যাদের শক্তিশালী, তারা অপকর্ম করে না। যারা পাষবিক, হিংশ্র-
তারই প্রতিশোধের আগুনে জ্বলে-পুরে মরে।
মনের আগুন, জলন্ত আগুনের চেয়ে দ্বীগুণ। হিংশা-প্রতিহিংশা হচ্ছে নরকের আগুন।
অধর্য্যের কষ্টকে মনের আগুনে ছ্যাগ দাও, জ্বালাও, পুরাও, অংগার হয়ে যাও,
ছাই-ভস্য থেকে দেখবে, তোমার মধ্যে একটি নতুন ইচ্ছার জন্ম হয়েছে!