জেগে উঠুক বিবেক বোধ মানবতা
আল আমিন চৌধুরী স্বপন


গায়বি চাক্কু দিয়ে নীজের বোধ-গম্য কেটে ফেলে দিয়ে, অস্তিত্বের প্রশ্নে-  
শুধু ভালবাসা কাটাপ করতে পারিনি, তারপরও আহত বিবেক নিয়ে বেঁচে আছি।      
বিবেক আমাকে বলেছে, একটু ধর্য্য ধর, অচিরেই আরোগ্য লাভ করবি,
শয়তানের কারসাজিতে বিশ্বাসের বুকে যড়যন্ত্রের ছুরিকাঘাত, শব্দহীন
থমথমে পরিবেশ রেখে যায় নির্মমতার প্রতিচ্ছবি।


যে আগুনে পুরেছে মন, সে আগুন জ্বলে-পুরে ছাড়খার করে দিবে মন-মানসিকতা,
একদিন উত্তপ্ত গণবিস্ফোরণে হিট্‌ হয়ে যাবে ঈষান কোনে ।  


বন্দুক সাথে থাকলে ভয়ের মাত্রা কমে যায়, তবে ডেগার সাথে থাকলে-
দুঃসাহস বেড়ে যায়, আবার বুকের মধ্যে চাক্কু মেরে ঘুট্‌না দিলে,
টের পাওয়া যায় ক্ষত-বিক্ষত যন্ত্রনা কতটা !    
এখন সময়টা বুঝি তেমনি যাচ্ছে।


নৈতিকতার প্রশ্নে চেলেঞ্জ ছুরে দিবনা না, শুধু অপেক্ষায় থাকবো,
আঘাত যতই আসে আসুক, সহ্যের সীমা অতিক্রম করবো না।    
সয়ে যাবো।
শার্টের বোতাম খুললে চোখের সামনে এসে দাঁড়ায় ৭১'র ২৫শে  
মার্চ, সেই কাল্‌ রাত্রীর রক্তাক্ত্ব ভয়াবহতা।


বুলেটের আঘাতে, আঃ বলবো না, ব্যয়ানটের আঘাতে ঘা খেয়ে, উঃ বলবো না,      
শুধু সাহসি বুকটা পেতে দিবো, দেখবো সাহসি বুকের বাটায় বুলেট ঢুকেছে কতটা!


আমরা নিরস্ত্র তরুন, মিছিলের অগ্রভাগ, নির্ভয়ে চলছি, পালটা আঘাত নেই,  
আছে শুধু কঠিন মনোবল, আছে বিবেকের তাড়না, আছে ছুরির মত ধারলো পাগাল।    


"জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট" এ সব চলবে না, যে খানে দেখবো গতিহীন-  
অবিচার-অনাচার, জোর-জবরদস্তি অধিনস্ত একচ্ছত্র একতিয়ার, সেই খানে দাঁড়িয়ে হবে প্রতিরোধ,
তরোবারির তলে অশুরের মাথা, পাপের গর্দান কেটে ফেলে, জেগে উঠুক বিবেক-বোধ মানবতা।    


© ঐ, 30/01/2019