কেন শেষ হয় না!
আল আমিন চৌধুরী স্বপন


এই রাত শেষ হয়েও শেষ হয় না! চাঁদ 'র আলো থাকতেও জোসনার স্নিগ্ধতা অনুভব করছি না। কখনো মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে গেলে অন্ধকার হাতছানি দেয়, অশুভ কিট পতংগ আনা-গোনা করে চারিদিক, সুযোগ বুঝে অসহায় শরীরটাকে কামড় দিয়ে জীবনকে অতিষ্ট্য করে ফেলে। তবুও চাঁদ,র স্নিগ্ধ আলোর পিছু ছাড়বো না। আলো তো সৃষ্টিকর্তার ইচ্ছা প্রদীপ, বাতি ঘরের সর্বময় আলোকিত বাতি। যেখানে রাত-দিন একাকার হয়ে করে নিয়েছে সব অধিকার। তারপরও অন্ধকারে হাটে মনগরা মানসিকতা। চাঁদ নদীতে ডুব দিয়ে ঢেউয়ের সাথে খেলা করে, ছায়ারা ছায়া পথ দিয়ে হেটে চলে। অন্ধকারে চাঁদ হেসে উঠে আর কালিরাত কালে কালে দু:স্বপ্নের জাল বুনে পাপের বোঝা ভারী করে। ভয়ের আয়নায় মুখ দেখে দেখে ডর-ভয়ে অসুস্থ্য হয়ে এম্বিলেন্সের হু হু শব্দ বেজে উঠছে। আর কতটা পথ গেলে সকাল হবে!
হতাশার কালরাত্রী গৃহদাহ করে লুটে নিচ্ছে সর্বস্ব। ধর্য্যের বাদ ভেংগে রাস্তায় বেরিয়ে আসবে কি প্রতিবাদ। সময় কেন টুটি চেপে ধরে না রাক্ষসীর রাহুগ্রাসী এই প্রহর। আমি প্রস্তুত, তুমিও কি প্রস্তুত? যদি একসাথে আসতে পারো, তা হলে রাত পোহালে অন্যায়ের বিরুধে যুদ্ধ ঘোষনা কর।