ক্ষণিকের পথিক
আল আমিন চৌধুরী স্বপন


সে আসে, সে তাঁর ইচ্ছে মতই আসে, আসুক না, আমার কি এসে-যায়।
শুরু তাঁর শেষ ও তাঁর। আমি তো একটা নির্দিষ্ট সময় পার করছি-
যা আমার জন্য নির্ধারিত আছে।


দিন-ছাত্রী দেখি, রাতের আকাশে তারকা-রাজী দেখি, স্বপ্ন দেখি,
ঘর সাজাই, মাঠে-ময়দানে সবুজ অরণ্যে,
এ সবের স্বাদে-গন্ধে জীবন ফিরে পাই।


তবুও কারে যেন খুঁজে বেঁড়ায়য় এই মন !  
সবাই চলে যায়, আমিও তো তাদেরই পথের পথিক,
একটি বিশেষ সময় ব্যপি তাঁর আসা-যাওয়া।
আমি শুধু ক্ষণিকের পথিক।
© ঐ ২১/০১/২০১৯