" মা "
আল আমিন চৌধুরী স্বপন


মা তো মা'ই,
স্ব আতিত্বের ভিতর কম বেশী নয় মাস  অতিকষ্টে ধারণ করে  
জঠর থেকে নিজের কোলে, কলিজার টুকরো সন্তান, নাড়ী ছেরা ধন,
নিজ আচলের ছায়ায় বুকের দুগ্ধ খাওয়ান আর পবিত্র কোর'আনের
বানী আয়াতুল কুরশি পড়ে ফুক্‌ দিয়ে সর্বদা নিরাপত্তা নিশ্চিত করেন!  
স্নেহের পরশ মেখে আদর-যত্ন দিয়ে পেলে-পুষে যিনি বড় করেন!  
সে তো জান্নাতুল ফেরদৌস, আকুল করা মমতাময়ী 'মা'।  


পৃথিবির শেরাগল্প, শেরাউপন্যাস, শ্রেষ্ঠ্য কবিতা আর উদার গণতন্ত্রের স্বরুপ
যদি হয় 'মা' তাহলে তা হবে স্বর্গ-মর্তের কল্যাণেষু করুনাময়ী 'মা'। মা'য়ের কোল ত
বেহেশ্‌ত সুখ, মায়াবি আদর স্নেহের দোলনা। কু-নজর না লাগা  কপালের কালো টিপ্ ‌'আয়
আয় চাঁদ মামা টিপ দিয়ে যা'। 'মা' তো 'ঘুম পারানি মাসি-পিসি' সুরের মূর্ছনা, মুখ দেখে যে
দুঃখ বুঝে, ডাকে ডাকে কয় লক্ষিসোনা, হাসি-কান্নায় পরাণ জুরিয়ে যায়,
দেখে সেই মায়ের মুখ।