মিশে থাকবো
আল আমিন চৌধুরী স্বপন


দিন ফুরিয়ে যাবে কিন্তু মনের আশা ফুরাবে না,  
দৃষ্টি সীমার মাঝে আছে বিস্তৃর্ণ ভূমি,
দিন ফুরালে, নিশ্চিত ক্ষয় আছে আমার,‌
শুধু ক্ষয় নাই তোমার।


আশা-প্রত্যাশা নিয়ে তোমার ইচ্ছাটা দীর্ঘকাল,    
ভালবাসা ফুরায় না বেঁচে থাকে চিরকাল,  
আমার শেষ হলে , অন্য কারো শুরু হবে,  
তবুও আমি, তোমার ভাষা বুঝি, তোমার চোখে-
চোখ রেখে মনের আওয়াজ শুনি।

যে স্বপ্নরঙে আঁকি ভালবাসার অন্তরীক্ষের ছবি,
নিঃশব্দ গহীনে সপে দিয়ে, খুঁজি আমার আমি।
তুমি কি আছো, না নাই, দূর থেকেই-
আমি বুঝতে পারি।


প্রতিদিন আমি দূর থেকে তোমার কথাই ভাবি,
আমার আক্ষেপ,আমার ব্যকুলতা তুমিই বুঝো,
ভালবাসা এসেছে যেখান থেকে,
কখনও যেন আঘাত করি না সেখানে।


ভালবাসা যদি হা, না বলে, ভুল করেও
জবর্দস্তি করো না। যারা মর্দামী দেখায়ে-
ধাক্কাটা দেয় অবয়বে, সেই আঘাত-
ক্ষত-বিক্ষত করে বুকের ভিতরে।


আশায় আশায় বাধি স্বপ্নের বাসা, বাবুই পাখির মত-  
মনে মনে বাসা বুনি। চেতনার গায়ে জোঁনাকির আলো,


কাব্যিক মন জরিয়ে ধরে স্বপ্নটাকে,
তুমি আছো তুমি থাকবে, এখানে আর কেউ নেই
শুধু ক্ষনিকের জন্য আমি আর তুমি মিশে থাকবো ।


© ঐ,০৭/০৪/২০১৯