মনে রাখবে
আল আমিন চৌধুরী স্বপন


এসেছি কিন্তু থেমে থাকবো না!কি মনে করেন!
ক্লাশ-5এ বৃত্তি না পেলেও এই অভিজ্ঞতা
ক্লাশ-8এ কাজে লাগাবে।
স্বপ্নটা সফল না হলেও, স্বপ্ন নিয়েই বেঁচে থাকবো।


সৎ লোকদের একত্রি করণ চলছে,
অসৎ'র বিরুদ্ধে এরা লড়ে যাবে,
যে-অন্ধকারে যেতে চায় যাক,
কিন্তু আমরা আলোর সন্ধানে চোখ মেলে থাকব।


এখন রেড সিগনাল চলছে, তাই ব্রেগ টাইম,
সময় মত আবার চলতে থাকবে পাবলিক সার্ভিস।


বি-কেয়ারফুল ঘরে-বাইরে এমনকি ফুটপাতেও
এখন নিরাপদ নাই।
এই নাই'র মধ্যেই হয়ে যাবে বাই বাই।


শেষ পর্যন্ত একটা পরিবর্তন আনতেই হবে,
এই চলার পথে কোন স্টোপিস নাই।
দুঃখ দৈন্যতা বাধা বিপত্তি উপেক্ষা করে
স্বদল বলে এগিয়ে যেতে হবে।



মুখভান করা মুখগুলো যখন হেসে উঠবে ঠিক তখনই-
মুক্তির মশাল নিয়ে এগিয়ে আসবে জ্যোতি।
সামনে থাকবে শুধু বন্ধাত্ব থেকে বেড়িয়ে আসা
এক অদ্বিতীয় সহিষ্ণতা।


সম্মিলিত ম্যারাথন দৌড়ে যারা টিকে থাকবে,
তাদের দিয়েই হবে মুক্তির শুভ সূচনা।
সীমানার চৌহর্দি জুরে নেক্সট্ জেনারেশন-
তাদেরকেই মনে রাখবে।