মৃত্তিকার ধমনি
আল আমিন চৌধুরী স্বপন


আমি তো ঘরে ফিরার অপেক্ষায় আছি
খুব বেশি দিন আর নয়, এ বাঁধনে
আমার চেতনার স্মৃতিতে লেখা আছে
রাগানুরাগে মৃত্তিকার নৈঃশব্দ গান,


সুন্দর স্বপ্নের ছন্দময় প্রেম আছে
নীরবতা ছেড়ে কোলাহল খুঁজি মনে
খেয়ালী ফাগুনে কবিতা উঁকি দিয়েছে
মনের শিকড়ে আড়ি বেঁধে গৃহটান,


আর কত দিন যে থাকব দূরে !
চেতনার সুদীর্ঘ স্মৃতিপথ পেরিয়ে
ফোন-ফ্যাক্স-মেইল-মোবাইল অদূরে
তবুও মন ঠিকানা খুঁজে অধির হয়ে,


আমার ধমনি জুড়ে মৃত্তিকার টান
মাতৃভূমির ঐ প্রাণে মিশে আছে প্রাণ।