ওয়ান ফোর থ্রী
আল আমিন চৌধুরী স্বপন


এই আমি আর সেই যে তুমি ! হ্যা, দুরত্বের ব্যবধান অনেক, তোমার মন কারা হাসিটা
আমার প্রান কেরে নিয়েছে। আমি পারিনি তো রহস্যময়ী হতে। আমি তো ভালবাসার
ফেরারী।


বলো, আমি আর কত দিন তোমার জন্য ঘর ছাড়া থাকবো ?
পরন্ত বিকেলে ঐ হাসিটা আমাকে বেচে থাকার আশা-ভরসা দিয়েছে। ঐ মীনাক্ষী চোখ দুটি
আমাকে অন্ধত্ব থেকে আকাশ দেখার রশনি দিয়েছে। তোমার আকুল বিশ্বসের আবেদন-
বিমুগ্ধ করেছে আমার কবিতার ছন্দ।


এসো সমুদ্রে সাতার কাটি, বিশ্বাসের পথ বেয়ে যাই দূর অনেক দূর।
যদি বসন্ত ফিরে আসে, ঐ লাস্যময়ী ঠোটের হাসিটা কেরে নিবো। তখন মনের পাখীটা ডাক
দিয়ে উঠবে। সেদিন আসমান-জমিন এক করে প্রস্থান উদ্দোত আমি বলবো, এই নাও
বিশ্বাসের সংজ্ঞা-ওয়ান ফোর থ্রী।