তুমি দগ্ধ-বিদগ্ধ
আল আমিন চৌধুরী স্বপন


ঐ যে বলে ছিলাম আগুনের পাখা আছে। আগুন বড় সুক্ষ, যত আগুনে জ্বলবে তত হায়াত শেষ হয়ে যাবে। যে আগুনে পুরে উত্তাপ ছড়ালে, সেই তাপে এখন চারি দিক জ্বলছে। এক ফু'তে উড়ে গেছে কাছের সব সাজ-সজ্জা।এখন তুমি দগ্ধ-বিদগ্ধ পুরা ভষ্য।
আর নিভাতে পারবে না জ্বলন্ত দাবানল, সামনে আসছে অগ্নি পরিক্ষা। তীরন্দাজের মাথায় আগুনের শিখা, লেগেছে বুকের ভিতর, এখন ধিকি ধিকি জ্বলতে থাকবে। দু:সাহসীর বুকে প্রতিশোধের চিতা, ধাউ ধাউ করে জ্বলছে। এবার প্রেসার কুকারের ভিতর সিদ্ধ হয়ে ধোয়ার মত বাষ্প হয়ে যাবে। কোন দাম্ভিকতা আর টিকবে না। তোমার হাতে ছিল স্বপক্ষের মশাল, তোমার অগ্নি মূর্তি তোমাকেই পুরালো। আগুনে পুরা দাগ কাভি মিটে না, এখন তুমি থাকতেও আর নেই।


© ঐ ২৩/১২/২০১৬