মরার আগে মরে
আল আমিন চৌধুরী স্বপন


কিছু দিনের মধ্যে ছাটাই পর্ব শুরু হবে। মনের মধ্যে যাচাই-বাছাই চলছে।
বিবেচানাটা তীগ্ন রাখতে হবে। এটা কোন শাস্তি দেওয়া নয়,
এটা মনের কষ্ট, মানুসিক যন্ত্রনা, আত্মঘাতি রিমান্ড, অবিবেচিত কর্মের জন্য-তীরাঘাত এবং একটা উচীত শিক্ষা দেওয়া।
বিচারকের কাছে এই প্রার্থনা যে, দন্ডবিধি ৩০২ ধারায় দোষি সাব্যস্ত হলেও মৃত্যুদন্ড না দিয়ে, আসামীকে যাবত জীবন কাড়াদন্ড দেওয়ার অনুরোধ রইলো।
যাতে অপরাধবোধ নিয়ে তিলে তিলে বিবেকের যন্ত্রনায় মরার আগে মরে।