থেমে যাও


আল আমিন চৌধুরী স্বপন
গাড়ী ভাগে না, ব্যাটারী ডাউন, ডাইনামা ঘুরে না, চার্জ কমতে কমতে থেমে যাচ্ছে গাড়ী। আর কত চলবে? পুরনো ইঞ্জিন, কালো ধোয়া দেয়, ভাংগা-চুরা বডি, ডেন্টিং-পেন্টিং নাই। আশে পাশে ট্রাফিক পুলিশ, কখন যেন ধরে ফেলে। তারপরও ড্রাইভ করে চলছি। সামনে রেড সিগনাল, থামলেই থেমে যাবে ইশারায়, আর যদি না চলে, আর যদি স্টার্ট না হয়.....! ধাক্কা লেগে গেলে হুচট খাবে। তার চেয়ে বরং সময় থাকতে নীজের অবস্থানেই থেমে যাও।