ভাল আর মন্দ
আল আমিন চৌধুরী স্বপন


তুমি চাইলেই পার, আমি পারি আর না পারি।আজ-কাল যে পারাপারি চলছে,
নীজের অবস্থান বুঝেই তা করে থাকি।
কে কতটুকু যেতে পারবো, তা আগেই বুঝে নেওয়া উচীত।
আজ কাল বিশ্বাস উঠে গেছে, আস্থার জায়গাটায় মুখোশ ধারির অনু প্রবেশ,
সদইচ্ছার অভাবে দুশ্চিন্তার এই রাত আর পোহায় না। ভাল এখন ভাল নেই,
সে এখন নির্বাসনে যেতে চায়। আদর্শের মৃত্যু হয় না, নীতির প্রশ্নে নীতি আপোশ করে না।
জ্বীনের বাদশার রজত্বে কামেল লোকের কোন পাত্তা নাই।
পথের মাঝে কাটা বিছায়ে যারে-তারে ঘায়েল করা যায়, আবার
যারা পথের কাটা সরায়ে চলার পথটা সুগম করে দেয়, তার প্রভুত্ব মানে।
ভাল মানুষগুলি না পারার দলে। তাতে লজ্জা কি ? ভাল স্থায়ী আর মন্দ অত:পর ক্ষনস্থায়ী।
মন্দ তো মন্দই।