ফুলের ভিতর কাটার আঘাত
জানা ছিল না।
আল আমিন চৌধুরী স্বপন


ফুলের ভিতর কাটার আঘাত, জানা ছিল না। সরল বিশ্বাস গরলের সাথে মিশে চিত পটাং খাইলো। সাজানো মঞ্চে নায়ক সরাসরি আহত হলো। ভিলেনের অভিনয়ে আবিশ্বাস জন্ম নিলো।
জানা অজানার মাঝে কল্পিত তল্পি চার বেহাড়ার মান ভারী হলো। চলতে থাকলো বাজিমাতের খেলা। এক ছক্কা, দুই ছক্কা তিন ছক্কায় গেইম আপ। উইকেট খেয়ে, রান আউট হয়ে তিন অভারে খেলা শেষ। ম্যাচ ফিক্স করে জিতে গেলো বিজেতা। বেখবর দুই অভিযাত্রী হতবাক হয়ে হুচট খেলো, সাথে সাথে বর্ণমাল থেকে দুই দন্ত্যসের বিন্যাস হলো। থেমে গেলো, স্তব্ধ হয়ে গেলো মুখের ভাষা। হেড লাইনটা জানা ছিল না। তাই খবরটা বেখবর হয়ে গেলো। ফুলের ভিতর কাটার আঘাত আগে জানতাম না।