মাবৈ মাবৈ......!
আল আমিন চৌধুরী স্বপন


মাবৈ মাবৈ এবার বাং খেয়ে মাতাল হলো, ব্যাংগের গায়ে শর্দী লাগলো। নৈরাজ্যের আড্ডা খানায় গাজার ধোয়ায় দম দিলো। দম মারো দম...মোটা মাথা দে-দম। সিদ্ধি বাবা সিদ্ধ হলো। গলদ পথের দিশা পেলো। হা হু, হা হু করতে করতে গুরু শিশ্য দশা ধরলো। গুরুর নাম জপতে জপতে সবাই মিলে ধামাইল করলো, ভূতের পুজা ভূতেই নিলো। ধ্যান ভেংগে সাধুর জ্ঞান ফিরলো, সামনে থেকে পুজার মাল খোয়া গেলো। কানে-কানে কান কথা, কানা মাছি পরলো ধরা। ধরা খেয়ে বলে, থুক্কু ভুল হয়ে গেছে।