সম্পর্কটা
আল আমিন চৌধুরী স্বপন  


সম্পর্কটা যদি বদ নেশার সাথে হয়, তাহলে নেশায় নেশায় ভিতরের অংগ-প্রতংগগুলি ধিরে ধিরে খায়। আর কিছু কিছু মানুষ আছে, যারা স্বার্থপরের মত মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি আঘাত করে। প্রচন্ড সে আঘাত, মুহূর্তের মধ্যে তছ-নছ করে দেয় অন্তরের দীপ্ত বাসনা। ইচ্ছা অনিচ্ছার দোলাচালে সর্বনাশের পথে পা বাড়ায় যারা, তারা বৃহত্তম স্বার্থের বেঘাত ঘটিয়ে বিপন্ন করে দেয় এককগ্রতার। আগুন নিয়ে খেলে যারা তারাই পুরে মরে সে আগুনে। পানির কচ্ছপ মায়লা খেয়ে পানি পরিষ্কার করে, বৃক্ষ কার্বন গ্যাস গ্রহন করে অক্সিজেন দান করে প্রকৃতিকে আর পেট কুকুর কৃতজ্ঞতা বোধে রাতভর সযত্নে পাহারা দেয় মালিককে। কিন্তু তোমার-আমার সম্পর্কটা ভেংগে যায় এক মুহুর্তে। যেখানে উভয়েরই নেই কোন নিরাপত্তা। অনিশ্চয়তায় পরে যায় অনাগত সম্পর্কটা।