পাথর মানুষ
আল আমিন চৌধুরী স্বপন


একটি পাথর, ওজন তার, না এক-কেজি, না দুই-কেজি আবার না  দেড়-কেজি, যার পরিমাপ ঠিক নাই, তার কোন মাপ নাই।মাপ-যোগ কম-বেশি, নাই তার পরিধি, কোনো দর-দামে মাপা নাই, প্রাণহীন প্রাণ নাই, অযোগ্য অথর্ব অযথাই সময় আর স্রোতের বেগ থামিয়ে দেয়, রাত-দিন রং বদলায়, না দেখার ভান করে, যাদের চোখ নাই তারাই পূঁজা করে, কেউ উহ্ আহ্ করে আঘাত পেলেও নীরবে সয়ে যায়। পাথরছে না মারো,পাথর দিয়ে ইমারত গড়ো,পাথরে সৌভাগ্য ফিরে,  তোমার লেগেছে পাপের দশা, ভেংগেছ অন্যের স্বপ্ন বাসা।পাথর মন, পাথরের সাথে সহবাস, পাথর মেরে তছ্নছ্ করেছ সুখের সংসার।
তুমি চন্ডাল,পান্ডব কঠিন পাথর মানুষ, তুমি দৈত্যসম কঠর বৈপরিত্য, অঙ্গ হানি করেছ দানব দৃষ্টি পাথর মেরে, তোমার জৈবিক লালসা বুকে, তুমি বাহিরে এক, ভিতরে শয়তানের অনুভূতি, তোমার কোন ছাড় নাই।
তুমি অন্যকে ঠকাতে চেয়ে নিজেই ঠকেছ, তুমি ওজন ছাড়া কাজ করেছ তুমি ভেংগে যাবে, চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে, কংক্রিট ম্যাসিনে পরে গুরো গুরো হয়ে ছাঁই-ভশ্য হয়ে যাবে জীবদ্দশা কাল।
© ঐ, ২০/০২/২০১৭