হারিয়ে পেলাম
আল আমিন চৌধুরী স্বপন


আমি হারালাম অনেক, আর যা পেলাম তাও কম না। একটা বিশ্বাসকে ঢেকির পাড়ে চিরা বানিয়ে দিলো, অথচ চিরা ভিজলো না। এপাশ ওপাশ দুই পাশই চেপে গেলে, বারাবানা স্বার্থক হলো না। জিতের আশায় সবাই মাঠে নামলো কিন্তু হার-জিত হয়ে গেলো। পরাজয়ে ডরে- না বীর, নি:সন্দেহে যারা পরিক্ষিত সৈনিক তারাই টিকে থাকবে। বাহুর জোরে একত্বতার হলো বলি , তরবারির চেয়ে টাকায় কাটে বেশী। কেউ ধারে কাটে, কেউ ভারে কাটে। একটা বিশুদ্ধ সংগ্রামের অবনতি দেখে, মন বনবাসে গেলো। আত্মবিশ্বাসটা ভুলের চাপায় চিরার মত চেপ্টা হয়ে গেলো। কেন যে মন ? বুনো হাসদের পাক-পাক ডাক কান দিয়ে শুনলো!লেগাম ছাড়া পশু কখনো পোষ মানে না। পিছন থেকে ডাকা-ডাকি কেউ শুনে না! আমার তো হারানোর ভয় নাই। যাদের হাত আছে মাথা নাই, তাদের দলে আমি নাই। সৎ সাহসীর মন ডর-ভয়ে গলে না।মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বীর মাথা নত করে না। যা হবার তাই হবে, মাঠের রাখাল মাঠেই থাকবে।