যা: তোরে মাপ করে দিলাম
আল আমিন চৌধুরী স্বপন


স্বপ্ন আর দেখবো না, বাস্তবতা মেনে নিয়ে গালে হাত দিয়ে বসেও থাকবো না। তবে ৯ জনের টিম নিয়ে আর খেলবো না, খেলবো ১১ জন প্লেয়ার নিয়ে। বিপরিতে পাসিং দিয়ে সারা মাঠ চুষে খেলবো। নীজের সাথে নীজেই শপথ নিলাম। দাবার গুটি চালে রাজা-মন্ত্রী বাদ, সৈন্যদের সাথে-থেকে আগাতে থাকবো। যুদ্ধ চলবে ভিয়েতনামের মত। মরবো তবুও ছাড়বো না। প্রয়োজনে না-খেয়ে গাছের পাতা খাবো, শত্রুদের রক্ত-মাংস চিবিয়ে খাবো, তবুও শত্রু মুক্ত করে ছাড়বো সীমানা। মৌ মাছির মত ক্ষেপে উঠে ৭ হাত পানির নীচে গিয়ে কামড়াবো, তবুও ছাড় নাই, নিস্তার নাই, পাপের ছায়া যেমন পাছ ছাড়ে না, তেমনি পাপের কাছে কোন জমা-খরচ নাই। আমার আছে শুধু দয়া মায়া, ফকিরের কেরামতি ভাব নিয়ে বললাম, যা: তোরে মাপ করে দিলাম।