জ্বলে যাক পাপের শরির
আল আমিন চৌধুরী স্বপন


যে আগুনে পুরে না, তারে পুরায়ে কোন লাভ নাই।
পুরে মরুক কিট-পতংগ, জ্বলে যাক পাপের শরির,
আগুন সুক্ষ, আগুনে পুরে না এমন কথা কি ভাবা যায়?
কিন্তু শুদ্ধ মানুষ কখনও পুরে না।
কেরসিন পুরে পুরে অলো দেয়, শুদ্ধ মানুষ জ্ঞান দান করে
আলোকিত করে মানুষ। যে আগুন নীরবে জ্বলে-
সে আগুনের উত্তাপে মন জ্বলে পুরে ছাড়-খাড় হয়ে যায়,
জ্বলছে মন, পুরছে বিবেক এই সরবরে।
সর্পের মুখে চুমু খেয়ে যারা বিষ হজম করে, তারা মরে না।
পাপের ক্ষমা অনুতাপে হতে পারে, কিন্তু মরলেও পিছু ছাড়ে না।
মোমের শরির গলে আগুনের তাপে,
মন পাওয়া যায় না মনের মিল না হলে।
তাই বলে আগুনের ঝাপটা!
কি নিদারুন সময়টা চলছে আগুন খেলায়।
চোখের সামনে দেখলাম, জ্বলে পুরে গেলো সব নকল মানুষ।