প্রথম ছোঁয়ায়
আল আমিন চৌধুরী স্বপন


আমার বোধ, আমার অনুভূতি যেন উড়ন্ত এক স্বপ্নপরী,  
শীতের সকাল সোনালি রোদ ঋতুর ছোঁয়া সবুজ মাঠে,  
মেঠোপথ, মৃদুমন্দ বাতাসে যে মন হারলো সবুজ বনে,
সুনিল আকাশ, উড়ন্ত চিল, ফুল-পাখিদের আনাগোনা,
মন ভোলানো মৌ গুন-গুন, স্বপ্নে দোলায় অনুভূতি।
আমি চলছি হেটে ধবল পথে শিশির ভেঁজা পদ পায়।  


পাখির ঠোটে টুটুর টুটুর চোখ গেলো ডাক, মন কেরে নেয়,
ভাবনাগুলি-সব চোখের নেশায় ঐ চোখেতে, চোখ রাখে,  
এক পলকে নিরব মনে, প্রথম প্রেমের ছোঁয়া লাগে,  
সরষে ফুলে লাগলো দোলা অন্তরে আজ মৌমিতাদের
আনাগোনা! মুচ্‌কি হেসে জেগে উঠে কৈশরের সব স্মৃতগুলা,
আমি কি আর আমার আছি, প্রথম প্রেমের প্রথম ছোঁয়ায়।