ছায়ার ক্যারাভান
আল আমিন চৌধুরী স্বপন


মায়া আর কায়া
তুমি আর আমি
আয়নায় মুখ দেখি,
কে বেশী সুন্দর ?
তুমি না আমি !
এ সবই মায়া।


কাছে এসো মায়া
ছুঁইয়ে দেই কায়া
খুলি খুলি হায়া
এত কেন মায়া।


উঠুক ঢেউ মনে
প্রথম বাসর সাঁজে,    
ভয়ে ভয়ে কাটে
তবুও আমি খুঁশি
সপে দিয়ে তারে
আহা কি সুন্দর
সুখ-সুখ লাগে।


তুমি আমার জান
ছায়ার ক্যারাভান
তুমি আস প্রতিদিন
ঘুম ঘুম রাতে,
স্বপ্নে ভাসাই তরী
ঢেউ তোলা নদীতে।
   ( তৃ-মাত্রা )