শুধু আমি হারাই আমাকে
আল আমিন চৌধুরী স্বপন


তোমাকে সামনে দেখলেই মনে হয় জীবন অনেক অনেক সুন্দর,
ইচ্ছে করে-না ছেড়ে যেতে, মন চায়, দীর্ঘকাল এই সুন্দরের পিছনে ছুটি,
যেন শেষ না হয় এ জীবন।


জীবন উৎসর্গ করেও যদি সুন্দরের কাছাকাছি জীবনের উৎস খুঁজে পাওয়া যেতো, তাহলে আমি তা-ই করতাম।


স্নিগ্ধ সকাল ভরদুপূর মায়াবি সন্ধ্যা, এ যেন প্রকৃতির নিগুম খেলা,
একটা অপূর্ব শৈলী দেখতে পাই সুন্দরের মাঝে, যার ছায়া পরে মনে।


গরমে ঝরে পরে শুকনো পাতা, শীতে সাজানো থাকে সবুজ সমাহার, বর্ষায় বয়ে চলে নদী, শরতে ভিঁজিয়ে দেয় শুভ্র শিশির, হেমন্তের জোঁসনা রাতে প্রান ভরে নিঃশ্বাস নিই মুক্ত বিহংগে, পাখিদের কলরবে জেগে উঠি, শুধু জেগে উঠে না আমার আমি। মানুষের ভিরে যে জেগে থাকতে ইচ্ছে করে। তার বসন্ত আসে বার-বার, আমার বসন্ত চলে যায়, নীরবতা ডেকে নিয়ে যায় অন্ধকারে।
সুন্দরের খেলা চলে চিরকাল, শুধু আমি হারাই আমাকে।