শুধু খাই খাই


আল আমিন চৌধুরী স্বপন


তুই আমারে খা, আমি তোরে খাই
কারে মাইরা কারে খাই,
চার যুগ ধরে চলছে শুধু খাই খাই।


রাস্তা দিয়া হাটি আর ঘুরে-ফিরে দেখি-
"এখানে প্রসাব করা নিষেধ"-বেশী করে করে
"এখানে থুথু ফেলবেন না"-বেশী করে ফেলে
"আমাকে ব্যবহার করুন"-করলে করে  
না করলে না করে। যত্রতত্র ময়লা ফেলে।
"সামনে স্কুল ভেপু বাঁজাবেন না"-
আরও বেশী করে বাঁজায়।


ট্রাফিক সিগনাল মানলে মানিস,
না মানলে চালা গাড়ি বেপরোয়া,
মরে মরুক মাইনষেরা।
পুলিশ সার্জন দেখলে মাথা নিচা করে
হাটে, চলে গেলে মেয়েদেরকে-
যত পারে টিস মারে।


আগুনে পুরে মানুষ মরে, সখের ঠেলায় সেল্‌ফি তুলে,  
হায়রে কপাল, কেউ জ্বইলা মরে কেউ ছবি তুলে।


বিবেক জিজ্ঞেস করলো, সত্য কোথায় রে,
অনেকদিন সত্যকে দেখি না !
সত্য এখন মানুষের মধ্যে নেই-বললেই চলে,
কারণ মিথ্যা এখন নিঃশ্বাসে যাওয়া-আসা করে।
বিবেক কি নাড়া দেয় রে, দেয় না,
কারণ চলছে এখন বিবেক শূন্য কানামাছি খেলা।


আরে সুবোধ, এ সব বুঝেও তুই না বুঝার
ভান করে কেমনে থাকিস !
আস্থা চলে গেছে অনাস্থার চাপে, অবিশ্বাস
কিলবিল করে মনের মধ্যে, নেশা আর পেশা
যে-খানেই যাই, লোভের সংসারে শুধু-
খাই খাই।


© ঐ, ১৬/০৪/২০১৯