সময়টা ভাল না
আল আমিন চৌধুরী স্বপন


সময়টা ভাল না ! ভির ঢেলে চলছে দুঃসময়
আস্থার জায়গাটা ভরে গেছে অনাস্থায়,
তবুও বিশ্বাস রেখে বার বার ধোকা খাচ্ছে মানুষ।
চোখের ভিতরে আছে মনের ক্ষুধা, প্রতিনিয়তই
বাড়ছে উত্তেজনা।
মূল্যবোধ হারিয়ে সম্পর্কের টানা পরেন-
দিনদিন হারিয়ে যাচ্ছে মান-মরিয়াদা ।


সময়-অসময়ে রাস্তা-ঘাটে, হাট-বাজারে তরুনদের
আড্ডা-চাটাম, মোবাইল আসক্তি, একে-অপরকে –
না দেখার ভান করে চলছে এই সব দিন-রাত্রী।  


জীবনের অর্থ না খুঁজে মেতে উঠি আনন্দ-ফূর্তীতে
একটাই জীবন এই আছি এই নাই  
বিত্ত-বৈভবের নেশায় নীজেকে ভুলে যাই।


দৃশ্যমান হাসে দাঁত বেড় করে, অদৃশ্যে লুকিয়ে আছে-
দৈত্যের ছায়া। সবাই তা বুঝে, সবাই তা জানে, আস্থায়
বুকে চাবুক মেরে যারা ফয়দা লুটে, তাদেরও দুঃসময়-
একদিন আসবে।