সুনজরে দেখা-দেখি
আল আমিন চৌধুরী স্বপন


এই পৃথিবীর কোথাও রাত্রী, কোথাও দুপুর
সূর্য উঠেছে পূবে, শুভ সকাল প্রিয় বাংলাদেশ।
শীতের সকালে আজ ফুল ফুটেছে
শিশিরে সবুজ ভিজে গেছে অবারিত মাঠ
চেয়ে দেখো আকাশ অনেক বিশাল,
মনটা যেন হয় ঐ আকাশেরই মত।


তুমি সুন্দর, তাই তো এই পৃথিবী সুন্দর
তুমিই প্রথম, তুমিই শেষ-
আদর করে ডাকি তোমায় প্রিয় বাংলাদেশ।


কেন করি কুৎসিত ভাবনা ! আলো-আঁধারে
চলছে নিয়মের খেলা। চাওয়া-পাওয়ার কি আছে!
নিশ্চিত যেতে হবে একা।
কালো আছে বলেই আলোকে বুঝা যায়-
চলো আমরা আলোর দিকেই যাই।


ভাল থেকো, ভাল রেখো সবাইকে, ছেড়ে দিয়ে নীজ স্বার্থটা,
কাউকে মিথ্যা ভালবাসা দিয়ে প্রতারণা করো না
সুনজরে দেখা-দেখি, ভালবাসার চোখে, তুমি আছো তাই-
সুন্দর এই পৃথিবীর সব কিছু তোমাকেও ভালবাসবে।


© ঐ ০৫/০২/২০১৯