স্বপ্ন নিয়ে কথা
আল আমিন চৌধুরী স্বপন


স্বপ্ন আছে বলেই বেঁচে আছি, সেই স্বপ্নের অনু কম্পন টের পাই প্রতিনিয়ত  ভাবনার
ভিতর স্বপ্নগুলি দানা বেঁধে যখন বিশাল আকার ধারণ করে, তখন  
নীজের মধ্যে নীজেই মনের অজান্তে ডুবে যাই, একটি সোঁনালী দিনের  অপেক্ষায় দেখি
আলোকবর্তিকা। কিন্তু আমাকে গ্রাস করে  ফেলে চারি পাশের দুঃস্বপ্ন, থমকে যায়
স্বপ্নদেখা, আবার হঠাৎ রক্তের ভিতর স্বপ্ন চঞ্চল হয়ে উঠে। জীবন থেমে যাবে তবুও স্বপ্ন
দেখা কখনও থামবে না। কবি থেমে যাবে কিন্তু কবিতা নিঃশপব্দ ছন্দে আগামী দিনের স্বপ্ন
দেখাবে।


স্বপ্নের ভিতর এক অশ্বারোহী হুঙ্কার দিয়ে বলে উঠলো দূর হয়ে যা  উদাসীনতা, সরে যা
হতাশা, ভয়-ভীতি, আতঙ্ক উপেক্ষা করে নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যা। আমি স্বপ্নের
ছলে ভাবলাম, কবে আসবে সেই স্বপ্নের রাজকুমার, কবে কেটে যাবে হতাশার এই রাত !


আমার রক্ত প্রবাহে স্বপ্নের শিহরণ জেগে উঠলো, চোখ মেলে দেখলাম,  একটি বর্ণিল
প্রজাপতি সকাল, সকালটা কাঁপছে, বসন্ত  বইছে, আকাশটা ছুঁইছে প্রজাপতির ডানা।
শিশির ভেঁজা সবুজ প্রান্তরে পরেছে তারুণ্যের পদচিহ্ন, চোখ মেলে দেখি আশার আলো
,এবার স্বপ্ন পূরণ হবেই হবে।


আমি তো প্রতিটি মুহূর্ত স্বপ্ন দেখি, চলতে ফিরতে ঘুরিয়া-ফিরিয়া দেখিয়া-শুনিয়া ,
পত্রিকায় পাতা পড়িয়া স্বপ্নের কথা খুঁজি, বিরতিহীন ভাবে শুধু স্বপ্ন খুঁজি, খুঁজছি তো


খুঁজছিই, রেস্তোরায় বসে কফিকাপে চুমক দিয়েও স্বপ্ন খুঁজি, আর অসংখ্য মানুষের মুখের
দিকে তাঁকিয়ে দেখি স্বপ্নেভরা ১৮ কোটি মানুষের চোখ।


স্বপ্নের যে কি আবেদন, জীবন যেখানে যেমন, মা তাঁর আঁতুর ঘরে স্বপ্ন দেখে সদ্য ভূমিষ্ট
বেবীটাকে নিয়ে, সময় বুঝে পাখীরা ডাকে স্বপ্নের বাসা বুননে। স্বপ্ন ডানা মেলে উড়ে
মানুষের ভিতরে। স্বপ্নের অঙ্গিনায় এসে বুকে হাত  রেখে শুনো পৃথিবী, সেখানে সবুজ এক
বাংলাদেশ দিন রাত নীজের সাথে  কথা বলে।