তার কথা কি ভুলা যায় !
আল আমিন চৌধুরী স্বপন


যে পাখীটা উড়ে এসে বসলো ডালে
তার দিকে চেয়ে হাসে প্রকৃতি,  
সে তো বসন্তের আগমনী বার্তা শুনালো।


যে আকাশের নীচে সবুজ শস্যে ভরা
মৃত্তিকা মায়া, ফুলের সৌরবে মৌ মাছিদের
গুঞ্জরণ, গুণ গুণ সুরে ভাংগে ফুলের প্রথম ঘুম।  
নীরবতার মাঝে অতিথি পাখীদের আনাগোনা
যে কন্ঠে শুনি ভালবাসার গান-
তার দিকেই ছুটে চলে তন্‌-মন।  


জীবন বন্ধি হয়ে থাকে না থাকে না
ভালবাসার বন্ধন টুটে না টুটে না,
এসো আকাশের মত বিশাল হই
একে অপরের খুঁশি বিলিয়ে দেই
তাই রাতের অভিমান ভেংগে
এসো বাঁসর সাজাই।


স্বপ্নটা উড়ে বেড়ায়, কোথাকার পাখি
কোথায় যায়। এই আছি এই নাই,
যে পাখির ডাকে মন হারায়,  
তার কথা কি ভুলা যায় !


© ২৭/০৫/২০১৯