তুমি আসো


আল আমিন চৌধুরী স্বপন



তুমি আসো, প্লিজ তুমি আসো আর দূরে দূরে থেকো না।


আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না।


তোমার কথা ভাবতে ভাবতে আমার এ পথ শেষ হয়েও-  


শেষ হয় না। তুমি কথা দিয়েছো, সময় মত তুমি আমার হবে,    


আমি আশায় আশায় দীর্ঘশ্বাস ফেলে পথ চেয়ে আছি।


মেঘ বৃষ্টি প্রখর রোদ সয়ে সয়ে ক্ষয় হয়ে যাচ্ছে আমার-


মুল্যবান সময়টা। তবুও তুমি দূরেই রয়ে গেলে !    



ভিঁজে যাওয়া বর্ষায় দেখেছি তুমি পাতার মর্মরে নড়ে উঠেছো,  


বৃক্ষের ডালে বসে থাকা উদাস পাখীর ডানা ঝাপটার শব্দ শুনে


আমি জেগে উঠেছি, জানালা খুলে দেখেছি বৃষ্টি ভেঁজাপথ, অনেক চেনা


অনেক জানা এই ঘন দিগন্ত, থমথমে মেঘ চিৎকার দিয়ে উঠে


আমার মনের আকাশে, উৎস হতে নেমে আসে বৃষ্টি ফোটা,


জানি, তুমি শেষমেশ আসবে এক শীতল অনিভূতির ছলে।    



এই মন ডাকে তোমাকে, এসো মেঘ নম্রবৃষ্টির স্নেহাশীষ নিয়ে, যেখানে-    


সবুজ অরণ্য মিশেছে মাটীর সজ্জন হয়ে, কিন্তু তুমি তো আসো না !


আমার চোখের জল দেখে। এতটা দুর্লভ হলে পাবো কি ভাবে?  


বলো তুমি, আমাকে আর কতকাল অপেক্ষায় থাকতে হবে !  



অথৈ জলের তলে তোমার গোপনে আসা-যাওয়ার সত্যটা আমি জানি,


কিন্তু, আমি খুঁজে পাই না। বাস্তবতা আমাকে টানছে ঐ বিশাল নীলিমা-  


খুব কাছে থেকে টানে আমাকে, আমি নিরুপায় হয়ে ছুটে চলছি-


ঐ নির্জনতার দিকে।



তুমি তো সবই জানো, তোমাকে ছাড়া আমার এক মিনিটও থাকা সম্ভব না  


যেখানে যাই সেই খানেই তোমার মহিমা খুঁজে পাই, আমি তো কিছুই না,  


আমার মধ্যে তুমি আছো বলেই আমি তোমার স্পর্শ পেতে চাই,


তুমি আসো, প্লিজ তুমি আসো আর দূরে দূরে থেকো না।



তোমার গাণিতিক ব্যসার্ধ থেকে সাধ্য কার বেড়িয়ে যেতে পারে


আমিও পারিনি বলে মিশে যেতে চাই ঐ অসীমে, অথৈ জলে পাতল


খুঁজি নিঃস্বীম অন্ধকারে¸ এই আছি এই নেই, যতটুকু আছি, তা নিয়েই  


বিলিন হয়ে যেতে চাই তোমার প্রবাহে।



তুমি নিটল জলে তরঙ্গ দাও মৃত্তিকা মায়ায়, বাতাসে ঢেউ তুলো


আলো-ছায়ায়, জীবন নান্দনিকতায় ভরে দাও সৃষ্টিঘন আনন্দে।


আমি আমার সব আমার, কোনটাই না, তবুও-


তুমি আসো, প্লিজ তুমি আসো আর দূরে দূরে থেকো না।



© ঐ,২৩/০৪/২০১৯