আল আমিন চৌধুরী স্বপন


তুমি হইও


আমি আর ফিরে আসব না জেনেও তুমি যেন চলে না যাও....


কঠিন মরুর প্রান্ত থেকে দেখেছি রোদের হাহাকার,
তৃষ্ণার্ত এ মন উষ্ণ উত্তাপে তোমাকে খুঁজি নিরালায়,
তবুও কত প্রেম কত জ্বালা সয়ে ধন্য হতে চাই।


থে নিঃশেষ হয়ে যায় এ জীবন,
স্মৃতির এলবামে স্বপ্নগুলি দেখে দেখে অবসর কেটে যায়
না পাওয়ার বেদনায় এই মন শুধু তোমাকে খুঁজে বেঁড়ায় নিরন্তর।


তোমার যাতনা বুকে নিয়ে চলে যাই যদি সহসা,


তুমি আকাশটা দেখে নিও, ক্ষিন আঁধারে দূর তরংগ বেয়ে
আমি যেন হই তোমার জোঁনাকির আলো,


অনুতাপে আমি যেন না হারাই ! এই পথ দীর্ঘপথ,
তুমি আমার দিশারী হইও।