উপলব্ধি
আল আমিন চৌধুরী স্বপন


এই পৃথিবীর কোথাও রাত্রী, কোথাও দুপুর, কোথাও সকাল,
প্রতিদিন যে সূর্য উঠে পূর্বদিগন্তে, তা যেন এক ভিন্ন রকম লাগে,  
একুশ এলেই নতুন বই'র মলাটের ভিতরে ও বাহিরে-
কৃতজ্ঞতার সুর বেঁজে উঠে। বর্ণমালার পদ-পাদ্যে কবিতার ছন্দ দোলে,
পাতার মর্মরে অন্তরে বাঁজে বাংলা ভাষার নিক্কন সুর,
রক্তাত্ব অনুভুতি একাকার হয়ে, স্বযত্নে জেগে উঠে মৃত্তিকা মায়া,      
আমি কি ভুলিতে পারি, আমার ভাষা, আমার মাতৃভূমি ?
প্রথম আমার শেষ আমার মরনেও আমার প্রিয় বাংলাদেশ।


শীতের সকালে ফুটেছে যে ফুল নবীন কুসুম সকাল
শিশিরে সবুজ ভিজে গেছে অবারিত ফসলের মাঠ  
চেয়ে দেখি বিস্তীর্ণ ঐ নীল খোলা আকাশ,
মনটাও যেন হয় ঐ আকাশেরই মত বিশাল।  


তুমি সুন্দর, তাই তো এই পৃথিবী সুন্দর,
তুমিই প্রথম, তুমিই শেষ, যে অস্তিত্বে মিশে আছে আমার আমি-  
আদর করে ডাকি তোমায় প্রিয় জন্মভূমি বাংলাদেশ।


কেন করি কোলাহল কুৎশিত ভাবনা ! আলো-আঁধারে
চলছে নিয়মের খেলা। চাওয়া-পাওয়ার ভাগশেষ শূন্য
ফলাফল নিশ্চিত যেতে হবে একা।
অন্ধকার আছে বলেই আলোকে বুঝি,  
চলো আমরা আলোর দিকেই যাই চলি।