উপলব্ধি
আল আমিন চৌধুরী স্বপন


মেঘ কখনও কখনও কাঁদে, যখন বৃষ্টিতে ভিজে যায় পৃথিবী।
আমি কাঁদি না, তুমি সাথে আছো বলে,  
তুমি হারিয়ে গেলে আমি কেঁদে বুক ভাসিয়ে দেবো-
তারপর একদিন নিরুদ্দেশ হয়ে যাব চলে।


আমি, তোমার প্রেমহীন কান্না চাই না, দেখতে চাই না কোন দীর্ঘশ্বাস,
চাই তোমার স্পর্শ অনুভূতি, যেন রাত পোহালে দেখতে পাই ভোরের আলো,
সেই আলোকিত সূর্যের আলো।


তুমি কি ভালবাসবে ! তুমি কি প্রেম দিবে ! নাকি বার বার উপেক্ষা করবে-                    এই আমাকে! আমি তো আর এখন আমি নই,                                          
আমার আমি সব তো সপে দিয়েছি তোমাকে।