ভালবাসা ভুলা যায় না
আল আমিন চৌধুরী স্বপন


ভালবাসার মানে কি ! ঠিকানা বিহীন গন্তব্য,
নাকি শুধুই এসএমএস, ফ্লেক্সিলোড দিয়ে
কথা বলার নাম কি ভালবাসা ! ভাল না লাগলেও
বদাভ্যেসটা রয়েই যায়। আবার মনের মত না হলে
ব্লক দিয়ে অন্য কোথাও ডু মারি,
আসলে সময়টা এমনি।


এখন আর ঠিকানা জানার দরকার হয় না
মোবাইলে নেট থাকলেই দেধারে চলে ভালবাসা।
যদি একবার চোখ পরে যায়, মন লেগে যায় মনে,  
রাত-দিন চলে ভালবাসার কথা। এখন তো চলছে-
প্রি-পেইড ভালবাসা, মিনিটের হিসাব, এমবি থাকলে-
আছি না থাকলে ভালবাসার কথা হয় না।


তবে ভালবাসা জমে গেলে, চলে দেখা দেখি, পার্কে,
রেস্তোরায়, মার্কেটের লোনে চলে ঘুরাঘুরি, মুখোমুখী বসে
কফির আড্ডায়ও চলে ভালবাসার লুকোচুরী,
কফির ধোঁয়ার মধ্যে উড়ে স্বপ্নীল ভালবাসা। কতটা কাছে
আসলে মন পাওয়া যায় ! কথা বলতে বলতে যতটা মিশে
যাওয়া যায়। একবার ফ্রি হয়ে গেলে, তখন আর 'না'
বলতে কিছু থাকে না।


দু'জনের দেখাদেখি পাশাপাশি বসে দুটি হাতের উষ্ণতা
একটু ভয় একটু কাছে আসা, কেমন সে অনুভূতি ! যা কিছু-
বৈধ তা আবার নিষিদ্ধ,  ভিডিও বিনোদনে চলে নেকেট খেলা  
অনুভবে মন ছুঁয়ে যায়, একান্তে না পাওয়ার অস্থিরতা-
ভালবাসার মানে খুঁজে বেড়ায়।


ঘুমের টেবলেট খেয়েও ভালবাসার ঘুম ফুরায় না,
নেশায় বিভোর হয়েও ভালবাসার নেশা ছাড়া যায় না।


প্রতিদিন বলদা গার্ডেনে জোরায় জোরায় বসে ডেটিং করেও
ভালবাসার দিন শেষ হয় না, ভালবাসা বড্ড অবুঝ!
নিরালায় বসে ছুঁয়া-ছুঁয়ি খেলে। কোন বাধা-বিপত্ত্বি মানে না,
ছুটে চলে বলদের মত মই দিতে দিতে। অনেকেই আবার-
জোর করে ভালবাসা আদায় করতে গিয়ে বিপত্তিতে পরে।


আসলে ভালবাসা খোলা আকাশের মত উদার, যে যেমনে চায়
সে তেমনেই পেতে পারে। সুরক্ষিত ভালবাসা সৃষ্টি রক্ষা করে
আর অরক্ষিত ভালবাসা জীবনকে কুলষিত করে।