ভালবাসা এক অদ্ভূত নেশা
আল আমিন চৌধুরী স্বপন


আজ তুমি আর আমি আর কেউ না, ভাবছি, আজ মন দেয়া-নেয়ার পালা। তোমার নিঁখুত শাড়ীর হলুদ রঙ আমাকে উচ্ছাসিত করে, তোমার মাথায় গুজা ফুলের বাহার দেখে, সুন্দরের কাছে আমার অস্তিত্ব সপে দিতে ইচ্ছে করে।


ভিতরে বাহিরে এসেছে বসন্ত, আজ আমি কি আর আমার আছি! শিমূলের ডালে বসে শীত দুপুরে ডাকে শালিক, আমি অন্তরিক্ষে শুনি তোমারই অন্তরংগ সুরের বানী।


চলো হারিয়ে যাই, ডুব সাঁতারে জড়িয়ে ধরি, ডুবে ডুবে চুমু খাই, আজ কাছে আসার কোন মানা নাই, আজ শুধু তুমি আর আমি।


সবখানেই আজ তুমি আর আমি, এসো তোমার হাত ধরে হাটি, কাছে
কাছে থাকি, মন চায় তোমার আঁচল ছুঁয়ে ছুঁয়ে যাই, তোমাকে নিয়ে
লাপাত্তা হয়ে উড়ে যাই ভালবাসার দেশে।
প্রজাপতির মত উড়ে বেঁড়াই সবুজ অরণ্যে,  তোমার চুমুতে চুমু  হয়ে
আমি লাল লিপিষ্টিক হয়ে যাই। মিশে যেতে চাই তোমার বুকে,  
তোমার বুকেই আমার মুক্তি।


ফিরে আসে ফিরে যায় ফাগুন, দড়িছেরা মন আজ শুধু করে ঘুরা-ঘুরি,
ফুল-পাখি বৃক্ষের ছায়ায় তুমি আর আমি,
চলো বকুল তলায় যাই শুনি কবিতা আর গানের সুর লহড়ী।


ঘরে আর বাহিরে সব খানে শুধু তুমিই তুমি।ভালবাসা এক অদ্ভূত নেশা,
সেই নেশায়ই আমি ডুবি।