ভালবাসা ভুলতে নেই


আল আমিন চৌধুরী স্বপন


ভালবাসা মানে ভালবাসা, চোখে চোখ রাখা, চোখের আড়াল না হওয়া,
মন দেয়া-নেয়া, আবেগ অনুভূতি দিয়ে একে-অপরের কাছে আসা।
ভালবাসা মানে, তোমাকে চাই, তুমিই আমার সব, তোমাকে ছাড়া-বাঁচবো না,


সারা জীবন আগলে রাখবো, পৃথিবীর সব ভালবাসা তোমাকে দিবো।
তুমি আমার, অন্য কারো না। তোমাকে ছেড়ে থাকা আমার সম্ভব না।  
ভালবাসা মানে, প্রতিদিন নতুন করে দেখা, যখন-তখন মুঠোফোনে
কথা বলা, ভালবাসা মানে একদিন না দেখিলে প্রান বাঁচে না, ভালবাসা
মানে সময় মত ঘরে ফিরে আসা, অপেক্ষায় থাকা, সংগে সংগে চলা।


ভালবাসা মানে, বাম পাশে বসা, দুষ্টু হাতের ছোঁয়া, রাতের কাহিনী নিয়ে
দিনে ঠাট্টা করা, একসাথে বসে নস্তা করা, ডিমপুস, পরাটা, সাথে
গরম-গরম চা’য়ে চুমুক। ভালবাসা মানে, ছুটির দিনে ঘুরা-ঘুরি,
রিক্সার হুড উঠায়ে মিঠা-মিঠা কথা বলা, ভালবাসার স্বপ্ন তো অনেক
এক জীবনের চেয়েও বেশী।


ভালবাসার মানে, সাহাবাগের ফুল, টিএসসি’র চত্বরে তেঁতুলের চাটনী দিয়ে
সিংগরা খাওয়া, ক্লাশ ফাঁকি দিয়ে চুটিয়ে আড্ডা মারা, কফিসোপে বসে-
কফির নেশায় ফিস-ফিস করে কথা বলা আর মনের অজান্তে হাতের
উপর হাত রেখে আবেগে বলা  I love you.


ভালবাসা মানে, রান্নাঘরে গিয়ে চুপি-চুপি বউকে জড়িয়ে ধরা, ভালবাসা
মানে বাথ্রুম থেকে টাওয়াল নেওয়ার ছলে বউ’র নরম হাতটি টেনে ধরা
অযাচিত বউ’র বকা খাওয়া।


ভালবাসা মানে, অফিসে যাওয়ার সময় শার্টের বোতাম
লাগিয়ে দেওয়া, টাই-টা ঠিক করে দেওয়া, ভালবাসা মানে আস্থা আর
বিশ্বাসের জায়গাটা নিটেন্‌-ক্লিন রাখা, ভালবাসা মানে, হাতের আংগুল
কেটে গেলে-রক্তমাখা আংগুলটি মুখে তুলে নিয়ে রক্তটা খেয়ে ফেলা।
এ এক কঠিন ভালবাসা । ভালবাসা ভুলতে নেই, রক্তে মিশা ভালবাসা তাই
ভুলা যায় না।